দুই স্কুল ছুট কিশোরীকে ফের বিদ‍্যালয়মুখী করলো - ভোরাই

26th August 2020 9:38 am বীরভূম
দুই স্কুল ছুট কিশোরীকে ফের বিদ‍্যালয়মুখী করলো - ভোরাই


মহঃ আজহারউদ্দিন ( বীরভূম ) : মহঃ বাজার ব্লক এলাকার দুই স্কুলছুট কিশোরীকে বিদ্যালয়মুখি করল ভোরাই নামে একটি আদিবাসী সামাজিক সংগঠন । প্রমিলা হেমরম এবং অন্তরা অঙ্কুর নামের দুই কিশোরীকে এদিন সিউড়ী কালীগতি স্মৃতি নারী শিক্ষা নিকেতনে ভর্তি করানো হয় । বীরভূম জেলা অনগ্রসর শ্রেনী কল্যান বিভাগের সহযোগিতায় ভোরাই নামের সামাজিক সংস্থার উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয় । পাথর শিল্পাঞ্চলের প্রত্যন্ত আদিবাসী গ্রাম শোলাগড়িয়ার  প্রমিলা হেমরম শিক্ষিকা হওয়ার অঙ্গীকার নিয়েছে । এছাড়াও অন্তরা অঙ্কুরের বিয়ে হয়েছিল রাজনগর ব্লকের একটি গ্রামে ।  বিয়ের পরেও মনের জোরে পুনঃরায় বিদ্যালয়মুখি এই কিশোরী । ভোরাই সংগঠনের পক্ষ থেকে স্কুলছুট ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখি করবার লক্ষ্যে 'শিক্ষাসঙ্গী' নামের বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে । এই প্রকল্পের মাধ্যমে স্কুলছুটদের ভর্তির পাশাপাশি ব্যাগ, ছাতা, বই, খাতা, গৃহশিক্ষ‍কের ব্যবস্থাও করা হয়ে থাকে । কিশোরীদের পুনরায় বিদ্যালয়মুখি করতে পেরে স্বাভা‍বিকভাবেই খুশি তাদের পরিবার । ভোরাই সংগঠনের এহেন কাজকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সকল স্তরের মানুষ । সংগঠনের সদস্যা লক্ষী হাঁসদা জানিয়েছেন আগামীদিনে আমরা আরও কিছু স্কুলছুটদের বিদ্যালয়মুখি করে তুলবো,এবছর নিয়ে তিনবছরে পা দিল আমাদের স্বপ্নের প্রকল্প 'শিক্ষাসঙ্গী' ।





Others News

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বারবার অবৈধ বালি খাদান ও বালি পাচার রোধে কড়া পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন । তবুও রাজ‍্যের নানা জায়গায় একাংশ বালি ও কয়লা মাফিয়া চক্র সক্রিয় । এছাড়াও ওভারলোডিং এর ফলে রাস্তার ক্ষতি হচ্ছে নানা জায়গায় । অবৈধ বালি খাদান বন্ধে এবার ড্রোন ক‍্যামেরার সাহায‍্যে নজরদারি শুরু করলো বীরভূম জেলা পুলিশ । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন , পুলিশ কর্মীরা যেমন রাস্তায় রাস্তায় নজরদারি চালাচ্ছেন তেমনি বিভিন্ন নদীতেও নজরদারি চালানো হচ্ছে । ড্রোন ক‍্যামেরার মাধ‍্যমে নানা জায়গায় দেখা হয় বালি খাদান কোথাও চলছে কি না । তবে সেরকম কোনো হদিশ পাওয়া যায় নি । গতকাল রাতে দুটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । কোনোভাবেই অবৈধ বালি খাদান চালানো যাবে না বলে মুখ‍্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা কার্যকর করতেই কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের । তিলপাড়া ব‍্যারেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালালো মহম্মদবাজার থানার পুলিশ । অনান‍্য এলাকাতেও নজরদারি চলবে বলে জানা গেছে ।